ছবি: ইন্টারনেট


আমাদের মাঝে অনেকেরই মনে প্রশ্ন আসে যে ইনজেকশন  সবসময় একইভাবে কেন দেওয়া হয় না? এ সম্পর্কে আসুন জেনে নিই।

Intravenous Administration: সরাসরি আমাদের শরীরের শিরাতে পুশ করা হয়। সাধারণত দেহে পুষ্টি সরবরাহ করার জন্য, রিহাইড্রেশনের জন্য এই পদ্বতিতে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ইনজেক্ট করতে হয়। বিভিন্ন ভিটামিন থেরাপিতে এটি ব্যবহৃত হয়।

Intramuscular Administration: এই পদ্বতিতে মাংসপেশিতে ৯০ ডিগ্রী অ্যাঙ্গেলে ইনজেক্ট করতে হয়। কোভিড ভ্যাক্সিন, টিটি টিকা, হেপাটাইটিস A ভ্যাক্সিন,হেপাটাইটিস B ভ্যাক্সিন, ডিপথেরিয়া ইত্যাদি ভ্যাক্সিন এই পদ্বতিতে দেওয়া হয়ে থাকে।

Subcutaneous Administration: মাংসপেশী এবং ত্বকের মধ্যবর্তী জায়গায় ৪৫ ডিগ্রী অথবা ৯০ ডিগ্রী অ্যাঙ্গেলে (ইনসুলিনের ক্ষেত্রে ৯০ ডিগ্রী) এই পদ্বতিতে ইনজেক্ট করতে হয় শরীরে। 

Intradermal Administration: ত্বকের এপিডার্মিস এবং হাইপোডার্মিসের মধ্যে এই পদ্বতিতে ইনজেক্ট করা হয়। এই পদ্বতির তেমন একটা প্রচলন নেই। 

কিছু কিছু ক্ষেত্রে ওরাল বা ন্যাসাল পদ্বতিও ব্যবহৃত হয়ে থাকে।


আরও পড়ুন

দেহের অস্বাভাবিক বৃদ্ধি

গর্ভধারণের পরবর্তী ডিপ্রেশন 

হিট স্ট্রোক কেন হয়



Post a Comment

নবীনতর পূর্বতন