ছবি: ইন্টারনেট |
জাইগেনটিজম হলো দেহের অস্বাভাবিক বৃদ্ধি সংক্রান্ত একটি রোগ। মূলত দেহে পিটুইটারি গ্ল্যান্ড ঠিকমতো কাজ করা বন্ধ করে দিলে হরমোন নিঃসরণ বেশি হলে দেহের বৃদ্ধিতে অস্বাভাবিকতা দেখা যায়। এটি অন্য নামেও পরিচিত। বাচ্চাদের ক্ষেত্রে এটি "জাইগেনটিজম" এবং বড়দের ক্ষেত্রে এটি "অ্যাক্রোম্যাগালি" নামে পরিচিত। সাধারণত ৯৫% কেইসে দেখা যায় যে পিটুইটারি মাইক্রোডেনোমার সাথে অ্যাক্রোম্যাগালি সংশ্লিষ্ট।
এই রোগ ইনসুলিন গ্রোথ হরমোন-১ (IGF-1) পরীক্ষা, বিভিন্নভাবে রক্ত পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা যায়।
লক্ষণ :
১. হাত-পায়ের অস্বাভাবিক বৃদ্ধি
২. ইনসমনিয়া
৩. বমি বমি ভাব
৪. মাথা-ব্যথা
৫. জয়েন্টে ব্যথা
৬. ওজন বৃদ্ধি
৭. হাইপারপিগমেন্টেশন
৮. হাইপারহাইড্রোসিস ইত্যাদি
চিকিৎসা:
১. নন-ক্যান্সারাস টিউমার সার্জারীর মাধ্যমে দেহ থেকে আলাদা করা।
২. মেডিকেশন
৩. রেডিওসার্জারী : যখন অবস্থা গুরুতর হয় তখনই এই পদক্ষেপ নেওয়া হয়।
৪. এম আর আই: পিটুইটারি গ্ল্যান্ডে কোনো অস্বাভাবিকতা আছে কি না সেটি চিহ্নিত করা সম্ভব।এর জন্য কম্পিউটেড টমোগ্রাফি পরীক্ষাও করা হয়ে থাকে।
ড্রাগ থেরাপি:
১. ডোপামিন এন্টাগনিস্ট
২. সোমাস্টোট্যাটিন এনালগস
৩. গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যাগোনিস্ট ইত্যাদি
আরও পড়ুন:
একটি মন্তব্য পোস্ট করুন