ছবিঃ ইন্টারনেট



-সেলগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তার উপর আমাদের ইমিউন সিস্টেম কিভাবে সাড়া দিবে তা অনেকাংশেই নির্ভরশীল।

এজন্য FOxp3(forkhead box p3) একটি জিন নিয়ে কাজ করা হচ্ছে যা ট্রেগ সেল (রেগুলেটরি টি-সেল) এর সাথে,ট্রেগ সেলের কাজের সাথে সম্পর্কিত বা জড়িত।

আর একটি রিসার্চে দেখা যায়,CRISPR নামক একটি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যার ফলে টি-সেলের নিয়ন্ত্রণে আর কোন কোন জিন ভূমিকা  রাখতে পারে তা চিহ্নিত করা যায়।

ফলে অনেকগুলো জিন পাওয়া গেলে, এবার গ্রুপ করে জিন নেওয়া হয় এবং  "SWI/SNF Complex" এর সাথে যুক্ত করা হয়।এখানে বলে রাখি  "SWI/SNF Complex" হলো কয়েকটি প্রোটিন সমন্বিত গ্রুপ যারা জিন একটিভ বা ডিএকটিভ করার কাজে ব্যবহৃত হয়।


এখন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছেন যদি টি-সেল থেকে এই "SWI/SNF Complex"  এর সাথে যুক্ত জিনগুলো টি-সেল থেকে সরিয়ে নেওয়া যায় তবে আমাদের ইমিউন সিস্টেমটি কেমন হতে পারে।


আরও পড়ুন 

পেটে সমস্যা থেকে মস্তিষ্কের মরণব্যধি

মাসিক কি অসুস্থতা

বদ্ধ স্থানে দম বন্ধ কেনো মনে হয়( ক্লাস্ট্রোফোবিয়া)

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন