ছবি |
একজন ব্যক্তি, মেডিকেলে পড়াশোনা করেছেন; যে কিনা খুব সুন্দরভাবে একদিন রাস্তায় এক ছেলের চিকিৎসাও করলেন যেটি দেখে সবাই অবাক হলো। কিন্তু ব্যক্তিটিকে ডাক্তার হিসেবে কেউ স্বীকৃতি দিতে চাচ্ছে না কারণ সে অটিজমে আক্রান্ত!!!!
"স্যাভেট সিন্ড্রোম" সম্পর্কে অনেকেরই ধারণা আছে আবার অনেকের হয়তো নেই। এটি এমন এক ধরনের সিন্ড্রোম যা খুবই হাতেগোনা কয়েকজনের মধ্যে দেখা যায় এবং যেখানে একটা ছেলে বা মেয়ে কোনো একটা নির্দিষ্ট সেক্টরে(গান,ক্যালেন্ডার ক্যালকুলেশন,ভাষাগত,কোনো পেশা) দক্ষ হয়ে উঠে।যারা অটিজমে আক্রান্ত তারাও এই সিন্ড্রোমে আক্রান্ত হয়ে থাকে।এটি ৩ ধরনের হয়ে থাকে।
১.স্প্লিংটা স্কিল
২.ট্যালেন্টেড স্যাভেন্ট
৩.প্রডিজিয়াস স্যাভেন্ট
মূলত এটি একটি নিউরোলজিকাল ডিজঅর্ডার যেখানে দেখা যায় যে ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোবে ওভার ডেভেলপমেন্ট হয়ে থাকে অথবা ব্রেইনের বাম পাশে অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে অথবা জেনেটিক মিউটেশনের কারণেও হয়ে থাকে। এই রোগে নারীদের চেয়ে পুরুষদের বেশি আক্রান্ত হতে দেখা যায়। এরা কোনো কিছু খুব দ্রুত মনে রাখতে পারে, কোনো সমস্যা খুব দ্রুতই সমাধানও করে ফেলতে পারে।
এদের IQ পয়েন্ট অন্যান্যদের চেয়ে তুলনামূলক বেশি হয়ে থাকে। বিভিন্ন সার্ভে থেকে জানা যায় যে আক্রান্ত হওয়ার ৭৫% হয়ে থাকে জন্মগত এবং ২৫% হয় পরিবেশ থেকে। অর্থাৎ একজন সাধারণ মানুষও এ রোগে আক্রান্ত হতে পারে। এখন অনেকের প্রশ্ন হতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তি কি সম্পূর্ণ রুপে সুস্থ হতে পারে? উত্তর হচ্ছে "না"। পরিবার,আশপাশের ইতিবাচক সাপোর্ট থাকলে রোগীর মন,মেজাজও সবসময় ভালো থাকবে,অনুপ্রেরণা পাবে।
আরও পড়ুন
গর্ভধারণের পরবর্তী ডিপ্রেশনে করনীয়
একটি মন্তব্য পোস্ট করুন